ইস্তেনজা করার পর পবিত্রতার ব্যাপারে সন্দেহ হচ্ছে…

জিজ্ঞাসা–৬২৫: ইস্তেনজা সঠিকভাবে পবিত্রতার সহিত করার পরও যদি নাপাকি নিয়ে সন্দেহ হয় তাহলে কি করা উচিত?– Ruhul Amin

জবাব: যদি কেউ ইস্তেনজা সঠিকভাবে করার পর সন্দেহ করে যে, তার কাপড়ে বা শরীরে নাপাকি লেগে আছে কিনা; সেক্ষেত্রে উক্ত সন্দেহ ধর্তব্য নয়। কেননা মূল অবস্থা হচ্ছে- পবিত্রতা; যতক্ষণ পর্যন্ত না নাপাকি লাগার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। সুতরাং আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন।

বিস্তারিত জানার জন্য পড়ুন- জিজ্ঞাসা নং– ৩২৫

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twelve =