ছাত্রীদের কাছে বই লাভে বিক্রি করা

জিজ্ঞাসা–৫৩৫: আমার ক্লাসের ছাত্রীদের জন্য আমি যদি একসাথে কিছু বই এনে দেই বাইরে থেকে। আর তা থেকে অল্প কিছু মুনাফা নিজের জন্য রাখি, এটা কি হালাল হবে? অর্থাৎ বইয়ের টাকার সাথে কিছু টাকা নিজের জন্য রাখলে, এটা কি জায়েয হবে? তাদেরকে যদি জানানো হয় দোকানের বিক্রয় মূল্য থেকে কিছু টাকা বেশী রাখা হচ্ছে। এরপর যদি তারা স্বেচ্ছায় এনে দিতে বলে তাহলে কি জায়েয হবে?–Ahona Ahmed

জবাব: হ্যাঁ, জায়েয হবে। কেননা, এটা বেচাকেনা। আল্লাহ তাআলা বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন। (সূরা বাকারা ২৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =