নববধূকে দেয়া সাজানী মোহর থেকে কাটা যাবে কিনা?

জিজ্ঞাসা–৬৩৬: বিবাহের মধ্যে বউয়ের কাপড় চোপড় অর্থাৎ সাজানিয়া জিনিসপাতি কি মহরের টাকা থেকে বাদ যাবে?– হাফেজ আহমাদ।

জবাব:  স্বামীর উপর স্ত্রীর অধিকারসমূহের মধ্যে অন্যতম হল, তার ভরণপোষণের ব্যবস্থা করা। সুতরাং নববধূকে দেয়া কাপড় চোপড় ও সাজানী মোহর থেকে কাটা উচিত হবে না।  নবী বলেন,

عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ ـ ـ مَا حَقُّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ قَالَ  أَنْ يُطْعِمَهَا إِذَا طَعِمَ وَأَنْ يَكْسُوَهَا إِذَا اكْتَسَى وَلاَ يَضْرِبِ الْوَجْهَ وَلاَ يُقَبِّحْ وَلاَ يَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ

মুয়াবিয়া থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ কে জিজ্ঞাসা করল, স্বামীর উপর স্ত্রীর কী অধিকার আছে? তিনি বলেন, তুমি আহার করলে, তাকেও আহার করাবে, তুমি (পোশাক) পরিধান করলে, তাকেও একই মানের পোশাক পরিধান করাবে, কখনও তার মুখমন্ডলে আঘাত করবে না, অশ্লীল গালমন্দ করবে না এবং নিজ বাড়ী ছাড়া অন্যত্র তাকে একাকী ত্যাগ করবে না। (আবু দাউদ ২১৪২ ইবনু মাজাহ ১৮২০)

তবে নববধূকে দেয়া গয়না মোহর হিসেবে ধরা যাবে। (আপ কে মাসায়িল ৫/১৫৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =