প্রসঙ্গঃ হুরমাতে মুসাহারাত

জিজ্ঞাসা–৪০৮: হুরমাতে মুসাহারাত বিষয়টা জানার পর থেকে আমার এই বিষয়ে ওয়াসওয়াসা হয় আমার শশুর ও শাশুড়িকে নিয়ে। আমি একটা মেয়ে তবু আমার শাশুড়িকে টাচ করতে আমার ভয় লাগে। কয়েকদিন আগে আমার শাশুড়িকে রান্না করার সময় পিছন থেকে আমাকে চেপে ধরে তরকারি নাড়তে চেষ্টা করে। উনার শরীর আমার সাথে টাচ লাগার সাথে সাথে আমার কেমন যেন বাজে একটা অনুভুতি হয়। সেনসেশন ফিল হয়। হয়ত কয়েক সেকেন্ড এর জন্য। এখানে অবশ্যই আমার মনের কোন উত্তেজনা ছিল না। শুধু শরীরের একটা অনুভুতি টের পেয়েছিলাম। যদিও আমাদের দুজনেই শরীরে কাপড় ছিল। খালি ত্বকে কোথাও স্পর্শ লেগেছিল কিনা মনে নেই আমার। এ অবস্থায় আমার বিয়ের কোন ক্ষতি হবে কি না আশংকা করছি।– জাবিন ইসলাম।
জবাব: স্পর্শের ক্ষেত্রে হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হওয়ার জন্য অন্যতম শর্ত হল, উভয়জন বাচ্চা প্রজননের উপযোগী হতে হবে, স্পর্শের সময় সহবাসের মনোভাব জাগ্রত থাকতে হবে; এমনি স্বাভাভিকভাবে স্পর্শ করলে এ ক্ষেত্রে হুরমত প্রমাণিত হবে না। (ফাতহুল কাদীর ৩/২১৩) সুতরাং আপনার ভয়ের কিছু নেই। আপনার বিয়ের কোন ক্ষতি হয় নি

الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =