প্রিয় নবীর পিতা-মাতা কোন ধর্মের অনুসারী ছিলেন?

জিজ্ঞাসা–১৮৪: আসসালামু আলাইকুম। মুহাতারাম, আমার প্রশ্নটি হল প্রিয় নবী  কুরআন মাজিদ নাজিল হওয়ার পূর্বে তিনি কোন কিতাব বা রাসুলের অনুসারী ছিলেন? তাঁর পিতা আবদুল্লাহ ও মাতা আমিনা কি মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছিলেন নাকি ইব্রাহীম (আ.) এর উপর বিশ্বাস এনেছিলেন? জানালে খুব উপকৃত হতাম।–মোহাম্মাদ ফুরকানুল হক।

জবাব:وعليكم السلام ورحمة الله وبركاته

এক . পবিত্র কোরআন এ কথার সাক্ষ্য বহন করে যে, হযরত ইব্রাহিমের পরে যত নবী রাসূল এসেছেন, তাঁরা সবাই হযরত ইব্রাহিমের পবিত্র বংশধর থেকেই এসেছেন। সব রাসূল এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পূর্বে ইব্রাহিম (আঃ)-এর হানিফ ধর্মের (একেশ্বরবাদ) অনুসারী ছিলেন। যেমন দেখুন, পবিত্র কোরআনের আয়াত–ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ‘অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন।’ (সূরা নহল  ১২৩)

দুই. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা দু’জনই কম বয়সে মারা গিয়েছিলেন। পিতা আব্দুল্লাহ তাঁর জন্মের আগেই মারা গিয়েছিলেন। তাঁর মাতাও তাঁর বয়স যখন ছয় বছর, তখন মারা যান। তাঁদের ধর্ম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে যান নি। তাঁদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেয়াই উত্তম। সুতরাং তাঁদের ধর্ম-কর্ম বিষয়ে চিন্তা না করে আমাদের নিজেদের ধর্ম-কর্ম বিষয়ে বেশি বেশি চিন্তা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مِنْ حُسْنِ إسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। (তিরমিযী ২৩১৮, ইবনে মাজাহ ৩৯৭৬)

তিন. তবে ইমাম রাজী রহ. বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা-বাবা মুশরিক বা পৌত্তলিক ছিলেন না। তাঁরা এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং হযরত ইব্রাহিম (আঃ)-এর ধর্ম ‘হানিফ’ ধর্মের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। তাঁরা মুর্তিপূজা করেছেন মর্মে কোন প্রমাণ নেই। তাঁদের নামও প্রমাণ করে তারা মুশরিক ছিলেন না।

আল্লামা জালালুদ্দীন সুয়ুতী রহ. এ বিষয়ে আলাদা ৪টি পুস্তিকা লিখেছেন। ৯টি প্রবন্ধ লিখেছেন। যাতে তিনি প্রমাণ করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতী। জাহান্নামী নয়। তাঁরা মুশরিক বা পৌত্তলিক ছিলেন না। তাঁরা এক আল্লাহকে বিশ্বাস করতেন ।

والله اعلم بالصواب

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =