মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে?

জিজ্ঞাসা–৬৪৬: মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? শরিয়তের বিধান কি? দয়া করে জানাবেন।–ইকরামুল হক, কিশোরগঞ্জ।

জবাব: অধিকাংশ ফকিহর মতে নারীদের কবর জিয়ারতের অনুমতি নেই। কারণ এক হাদীসে আবু হুরায়রা রাযি. বলেন,

أن رسول الله لَعَنَ زَوَّاراتِ القبور

রাসূলুল্লাহ কবর যিয়ারতকারী নারীদের উপর অভিসম্পাত করেছেন। (মুসনাদে আহমাদ ৮৪৪৯  তিরমিযী ১০৫৬  ইবন মাজাহ ১৫৭৫ মিশকাত পৃ. ১৫৪)

নারীদের কবর জিয়ারতে নিষেধ করার তাৎপর্য এই যে, ইলম ও সবরের স্বল্পতার কারণে তারা ওখানে গিয়ে অস্থিরতা, কান্নাকাটি এবং বিদআত ও গায়রে শরয়ী আচরণ থেকে বিরত থাকতে পারে না। যেহেতু তাদের ওখানে যাওয়ায় ফিতনার আশঙ্কাই প্রবল তাই তাদেরকে বিশেষভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং যদি কোনো নারী ওখানে গিয়ে কোনো প্রকারের বিদআত ও গায়রে শরয়ী কার্যকলাপে লিপ্ত না হন তাহলে তার অনুমতি আছে। (ফাতাওয়ায়ে শামী খ. ২ পৃ. ২৪২, নতুন মুদ্রণ, মিশর)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 6 =