মৃত ব্যক্তির কাফনের কাপড় ছোট হলে এটা কি খারাপ কিছু?

জিজ্ঞাসা–৭১৩: মৃত ব্যক্তির কাফনের কাপড় টান খেলে অর্থাৎ ছোট হলে এটা কি খারাপ কিছু?- Saima

জবাব: কাফনের কাপড় ছোট হলে এটা খারাপ কোনো কিছুর প্রতি ইঙ্গিত বহন করে না। তবে সুন্নাত হল, পুরুষের জন্য তিনটি এবং মহিলার জন্য পাঁচটি কাপড় ব্যবহার করা। যদি কাপড় একটি হয়, যার দ্বারা সমস্ত শরীর ঢেকে যায় তাহলে তা দ্বারাও কাফন সম্পন্ন হয়ে যায়। (হাশিয়া ইবন আবেদিন ৩/৯৮)

আর যদি সমস্ত শরীর ঢাকতে গিয়ে কাফনের কাপড় ছোট হয়ে যায় তাহলে মাথা ঢেকে ঘাস বা এ ধরণের কোন বস্তু দিয়ে উভয় পা আবৃত করে দেয়ার আদেশ রয়েছে। হাদিস শরিফে এসেছে, খাব্বাব ইবন আরত রাযি. বলেন,

  لما قتل مُصْعَبُ بْنُ عُمَيْرٍ يَوْمَ أُحُدٍ لَمْ يَتْرُكْ إِلَّا نَمِرَةً كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلَاهُ , وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلَاهُ خَرَجَ رَأْسُهُ , فَقَالَ لَنَا النَّبِيُّ : غَطُّوا بِهَا رَأْسَهُ ، وَاجْعَلُوا عَلَى رِجْلِهِ الْإِذْخِرَ

মুস’আব ইবন উমায়ের রাযি. উহুদের যুদ্ধের দিন শাহাদাত বরণ করেন। এ সময় তাঁর কাছে একখানি কম্বল ছাড়া আর কিছুই ছিল না, যা দিয়ে আমরা তাঁর মাথা আবৃত করলে তাঁর দুই পা বের হয়ে যেত এবং আমরা তাঁর দুই পা আবৃত করলে তার মাথা বেরিয়ে যেত।। তখন রাসূলুল্লাহ ﷺ  বলেন, তোমরা কম্বল দিয়ে তাঁর মাথা ঢেকে দাও এবং তার (খোলা) দু‘পায়ের উপর ইযখির (আরবের এক ধরণের সুগন্ধযুদ্ধ ঘাস) দিয়ে দাও। (বুখারী ৪০৪৭)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =