রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?

জিজ্ঞাসা-৪৯: রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?— বান্দা

জবাব: যদি উত্তেজনার আশংকা না থাকে তাহলে রোজা অবস্থায় স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে। এতে রোজার কোন ক্ষতি হবেনা। কেননা আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ
ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ – ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ ﻭَﻫُﻮَ ﺻَﺎﺋِﻢٌ ﻭَﻟﻜِﻦْ ﻛَﺎﻥَ ﺃَﻣْﻠَﻜَﻜُﻢْ ﻟِﺈِﺭْﺑِﻪِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় (স্ত্রী) চুম্বন করতেন, শরীরে শরীর স্পর্শ করতেন। কেননা, তিনি তার প্রবৃত্তির (যৌন চাহিদা) উপর তোমাদের চেয়ে অধিক নিয়ন্ত্রক ছিলেন। (বুখারী-১৯২৭)
তবে যে সমস্ত যুবক নিজেদেরকে সামলাতে পারবেনা, তাদের জন্য রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা থেকে বিরত থাকাই শ্রেয়।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twenty =