সালামের ভুল উচ্চারণ

জিজ্ঞাসা-১৪: ছালাম দেয়া সহীহ কোনটা ১! আসসালামু আলাইকুম ২! আছছালামু আলাইকুম অলাইকুম/ অয়ালাইকুম?–আমার বাড়ি কবর

জবাব :সালাম একটি দুআ। ইসলামের শেআর ও প্রতিক পর্যায়ের একটি আমল। এর সহীহ উচ্চারণের প্রতি গুরুত্ব দেয়া জরুরি। কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি, যার দ্বারা অর্থ ঠিক থাকে। আমাদের অনেকেরই সালাম দিতে গিয়ে বা সালামের উত্তর দিতে গিয়ে অজান্তেই ভুল হয়ে যায়। এক্ষেত্রে আরবী দেখে এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিত। কারণ বাংলায় আরবীর পুরোপুরি সহীহ উচ্চারণ ব্যক্ত করা সম্ভব নয়। তবে আমার মনে হয় ‘আসসালামু আলাইকুম’ ‘ওয়া আ’লাইকুমুস সালাম’ সহীহ উচ্চারণের কাছাকাছি। উচ্চারণে যেসব ভুল লক্ষ্য করা যায় যেমন- স্লামালাইকুম,সালামালাইকুম,আস্লামালাইকুম,আস্লাআলাইকুম,সেলামালাইকুম,ইস্লামালাইকুম ,অয়ালাইকুম ইত্যাদি।
ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত,হুজুর ( সা.) এর দরবারে এক লোক এসে ‘আসসালামু আলাইকুম’ বলে বসে পড়ল। হুজুর ( সা.) তার উত্তর দিয়ে বললেন, সে দশটি নেকি পেয়েছে। তারপর আরেকজন এসে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলে বসে গেল। হুজুর ( সা.) তার উত্তর দিয়ে বললেন, সে বিশটি নেকি পেয়েছে। অতঃপর আরেকজন লোক এসে ‘আসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ পর্যন্ত বলে বসে গেল। রাসূল(সা.) তার উত্তর দিয়ে বললেন, সে ত্রিশ নেকি পেয়েছে। –আবু দাউদ ৫১৯৫, তিরমিজি ২৬৯০

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seventeen =