সেহরি না খেয়ে কি নফল রোজা রাখা যাবে?

জিজ্ঞাসা–৮২৯: আমি সেহরি খেয়ে শাওয়াল মাসে আইয়ামে বীজের রোজা দুইটি রেখেছি, তৃতীয় দিন আমি সেহরি খেতে পারি নি। এক্ষেত্রে আমি কি সেহরি না খেয়ে রোজা রাখতে পারবো..?? প্রশ্নটা এইভাবেও করা যায়, সেহরি না খেয়ে কি নফল রোজা রাখা যাবে?–আরিফ নায়েক।

জবাব: ফরজ হোক কিংবা নফল হোক, রোজা রাখার জন্য সেহরি খাওয়া জরুরি নয়; তবে সুন্নাত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

تسحروا فإن في السحور بركة

তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩)

সুতরাং সেহরী না খেলে সুন্নাত আদায় হয় না তবে রোজার কোন ক্ষতি হয় না। রোজা হয়ে যায়। (সহীহ বুখারী ১৯২৩; উমদাতুল কারী ১০/৩০০; রদ্দুল মুহতার ২/৪১৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =