হায়েজ ও নেফাসের কারণে রোজা রাখতে পারেনি; এখন কি করবে?

জিজ্ঞাসা-৩৩: জনৈক মহিলা হায়েজ ও নেফাসের কারণে বিগত ৭/৮ বছর কিছু রোজা রাখতে পারেনি। এবং কোন বছর কয়টি রোজা অনাদায় রয়েছে তাও স্মরণ নেই। এখন এরোজাগুলো কিভাবে আদায় করা হবে?–আবদুল আউয়াল।

জবাব : প্রশ্নোক্ত মহিলা হায়েয নেফাসের কারণে যে সকল রোজা রাখতে পারেনি, সে রোজাগুলোর সংখ্যা স্মরণ করার চেষ্টা করবে। যদি পুরোপুরি স্মরণ না আসে তাহলে যে ক’টি রোজা কাজা হওয়ার ব্যাপারে তার প্রবল ধারণা হয় সে ক’টি রোজা কাজা করে নিবে। আর নিয়ত এভাবে করবে যে আমার জীবনে কাজা হয়ে যাওয়া প্রথম-দ্বিতীয়-তৃতীয় রোজা আদায় করছি। (ফতাওয়া আলমগিরি : ১/১৯৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =