ওয়াকফকৃত জায়গা প্রয়োজনে একটির সাথে অপরটি রদবদল করা যাবে কি?

জিজ্ঞাসা–৬৬৬:  কোন মসজিদ কবরস্তান কিংবা ঈদগাহের ওয়াকফকৃত জায়গা প্রয়োজনে একটির সাথে অপরটি রদবদল বা পরিবর্তন করা জায়েয হবে কি?– সিরাজ হাইদার।

জবাব: না, যাবে না। কেননা, ওয়াকফ তার খাতের সাথে খাস হয়ে থাকে এবং যে উদ্দেশ্যে করা হয়, সেই উদ্দেশ্যেই ব্যবহার করতে হয়।। সুতরাং এক ওয়াকফের সম্পদ অন্য ওয়াকফের জন্য দেয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, উমর রাযি. একটি খেজুর বাগান ওয়াকফ করতে চাইলে রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা (ওয়াকফ) কর যে,لاَ  يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর রাযি. তা ঐভাবে সদকা (ওয়াকফ) করেছিলেন। (সহীহ বুখারী ২৭২৪)

আল্লামা ইবন আবেদীন রহ. বলেন,

لا يجوز صرف وقف مسجد خرب إلى حوض وعكسه. وفي شرح الملتقى يصرف وقفها لأقرب مجانس لها

বিরান মসজিদের ওয়াক্ফ কোন হাউজে খরচ করা যাবে না। অনুরূপভাবে হাউজের ওয়াকফ মসজিদে খরচ করা যাবে না। (তবে) খাত বিলুপ্ত ওয়াকফকে সমশ্রেণীর কোন খাতে ব্যয় করা হবে। (রদ্দুল মুহতার ৬/৫৫১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =