স্বপ্নদোষ হলে কী করণীয়?

জিজ্ঞাসা– ১৩৯ : স্বপ্নদোষ হলে শুধুমাত্র নাভি থেকে নিচের দিকে ধুয়ে ফেললেই পবিত্রতা হাসিল হবে কিনা? নাকি পরিপূর্ণ গোসল করতে হবে?—Altaf Hosain

জবাব:  না, হবে না; বরং পরিপূর্ণ গোসল করতে হবে।

উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা রাযি. বলেন, আবু তালহা রাযি.-এর স্ত্রী উম্মে সুলাইম রাযি. রাসূলুল্লাহ -এর নিকট এসে আরজ করলেন,

إِنَّ اللَّهَ لا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ ؟

ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (তো আমার জিজ্ঞাসা এই যে,) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরয হয়?

উত্তরে আল্লাহর রাসূল বললেন, نَعَمْ ، إِذَا رَأَتْ الْمَاءَ হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়। (সহীহ বুখারী ১/৪২)

এ হাদিস থেকে বোঝা যায়- ১. ছেলেদের মত মেয়েদেরও স্বপ্নদোষ হয়। ২. স্বপ্নদোষ হলে ছেলে-মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =