ওয়াকফ করা জমি বিক্রি করা জায়েজ আছে কিনা?

জিজ্ঞাসা–২৬৯: السلام عليكم ورحمة الله শায়খের নিকট জানতে চাই , মাদরাসার ওয়াকফ করা জমি বিক্রি করা জায়েজ আছে কিনা?–মাসুম বিল্লাহ : [email protected]

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

ওয়াকফ সম্পত্তি বিক্রি করা জায়েয নয়। বিশেষত ওয়াকফকারী যদি বিক্রি না করার কথা উল্লেখ করেন তখন তা বিক্রি করার কোনো অবকাশ থাকে না। হাদীস শরীফে আছে, আবদুল্লাহ ইবনে উমর রাযি. বলেন, উমর রাযি. রাসূলুল্লাহ কে বললেন, আল্লাহর রাসূল! আমি একটি উত্তম সম্পদের মালিক হয়েছি (একটি খেজুর বাগান)। আমি তা সদকা (ওয়াকফ) করতে চাই। রাসূলুল্লাহ বললেন, তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা (ওয়াকফ) কর যে,إِنَّه لَا يُبَاعُ أَصْلُهَا وَلَا يُوْهَبُ وَلَا يُوْرَثُ….তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর রাযি. তা ঐভাবে সদকা (ওয়াকফ) করলেন। (সহীহ বুখারী, হাদীস ২৭২৪)

অতএব, ওয়াকফ সম্পত্তি যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয় সেজন্যই তা ব্যবহার করতে হবে। আর মসজিদ মাদ্রাসা ও অন্যান্য দীনি প্রয়োজন দেখা দিলে মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদান থেকে তা পূরণ করতে হবে।

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =