অনুমতি ছাড়া মোবাইলে কারো কথা রেকর্ড করা যাবে কি?

জিজ্ঞাসা–৮০৮: অনুমতি ছাড়া কারো কোনো কথা রেকর্ড করা জায়েয আছে কি?–ইনামুল কবীর।

জবাব: অনুমতি ছাড়া কারো কোনো কথা মোবাইলে রেকর্ড করা জায়েয নেই। কেননা, হাদিস শরিফে এসেছে, জাবির ইবন আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِذَا حَدَّثَ الرَّجُلُ الْحَدِيثَ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ

কোনো ব্যক্তি যদি কোন কথা বলার পর এদিক সেদিক তাকায় তবে তার এ কথা (শ্রবণকারীর জন্য) আমানত বলে গণ্য। (তিরমিযী ১৯৫৯)

হাসান বসরী রহ. বলেন,

إِنَّ مِنَ الْخِيَانَةِ أَنْ تُحَدِّثَ بِسِرِّ أَخِيكَ

তোমার ভাইয়ের গোপন বিষয় কারো কাছে বলা–এটাও খেয়ানত। (আসসামত, ইবনু আবিদদুনয়া ৪০৪)

ইমাম রাগিব ইসফাহানী রহ. বলেন,

إذاعة السر من قلة الصبر وضيق الصدر

গোপন বিষয় প্রকাশ করা ধৈর্যের স্বল্পতা ও অন্তরের সঙ্কীর্ণতার আলামত। ( আযযারীআ’ ইলা মাকারিমিশ শারীয়াহ ২১৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =