বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেশতা সালাত আদায় করেন?

জিজ্ঞাসা–৯৪৯: বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেস্তা সালাত আদায় করেন? হাদিসের আলোকে উত্তর দিবেন।– Hasiful Mondal

জবাব:  ইমাম তাবারি রহ. হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,

إنّهُ مَسْجِدٌ فِي السّماءِ تَحْتَهُ الكَعْبَةُ لَوْ خَرّ لخَرّ عَلَيْها, أوْ عَلَيْهِ, يُصلّي فِيهِ كُلّ يَوْمٍ سَبْعُونَ ألْفَ مَلكٍ إذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا آخِرَ ما عَلَيْهِمْ

বায়তুল মা’মুর আসমানে অবস্থিত একটি মসজিদ। যদি তা পতিত হয় তাহলে কা’বার উপর পতিত হবে। প্রতিদিন সেখানে ৭০ হাজার ফেরেশতা নামাজ আদায় করেন, যাঁরা একবার বের হলে দ্বিতীয়বার সেখানে প্রবেশ করেন না। (তাফসিরে তাবারি ২৭/১৭)

সহিহ বুখারি ও মুসলিমে প্রমাণিত। রাসুলুল্লাহ মিরাজ বিষয়ক হাদিসে এসেছে,

ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ ، قِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ، فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ، وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ

…তারপর জিবরীল আ. সপ্তম আসমানের দ্বারপ্রাস্তে পৌঁছে দরজা খুলতে বললেন। বলা হল, কে? তিনি বললেন, জিবরীল। বলা হলে, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মাদ। বলা হল, আপনাকে কি তাঁকে আনতে পাঠান হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ, তাঁকে ডেকে পাঠান হয়েছিল। তারপর আমাদের জন্য দ্বার খুলে দেয়া হলো। সেখানে ইবরাহীম আ.-এর সাক্ষাৎ পেলাম। তিনি বায়তুল মা’মুরে পিঠ ঠেকিয়ে বসে আছেন। বায়তুল মামুরে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করেন, যারা আর সেখানে পূনরায় ফিরে আসার সুযোগ পান না। (সহিহ মুসলিম ৩০৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

��ন্তব্য

    • আল্লাহ্ তাআলা বলেন
      {وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ}
      সমান নয় ভাল ও মন্দ। জওয়াবে তাই বল যা উৎকৃষ্ট। তখন দেখবে তোমার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু।
      [ সুরা – হা – মিম ৪১/৩৪ ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + thirteen =