ফোনে আগে হ্যালো না আগে সালাম?

জিজ্ঞাসা–৬৫৯: আমরা যে মোবাইলে আগে হ্যালো বলি, সালাম পরে বলি–এই নিয়ম কি ঠিক আছে?–শাকির হুসাইন।

জবাব: এ নিয়ম সুন্নত পরিপন্থী। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,  السَّلَامُ قَبْلَ الْكَلَامِ  সবধরণের কথার আগে সালামের ব্যবহার হবে। (তিরমিযি ২৬৯৯)

অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,  لا تأذنوا لمن لا يبدأ بالسلام যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না, তোমরা তাকে কথা বলার অনুমতি দিয়ো না। (মুসনাদ আবু ইয়া’লা ১৮০৯)

আর ‘হ্যালো’ (Hallo) শব্দটি ইংরেজী Interjection বা সম্বোধন ও বিস্ময় সূচক অব্যয়, যা ‘আহবান’ অথবা সম্বোধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অর্থাৎ, ‘হ্যালো’ মানে শুনুন। সুতরাং ‘হ্যালো’ বলে সালাম বলা ঠিক নয়; বরং আগে সালাম বলবে। এটিই সুন্নত।

এ জন্য ইমাম নববী রহ. বলেন,

السنة أن المسلم يبدأ بالسلام قبل كل كلام

সুন্নত হল, মুসলিম সবধরণের কথার আগে সালাম দিয়ে শুরু করবে। (আল আযকার ৩৬২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

��ন্তব্য

  1. তাইলে কি সালাম দিয়ে হ্যালো বলা যাবে? হ্যালো বলা হয় দুজনের কথোপকথনের মধ্য সংযোগ নিশ্চিতকরণের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =