ফরয নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সূরা পড়ে ফেললে করণীয়

জিজ্ঞাসা–৪৫৭: চার রাকাত ফরযের ক্ষেত্রে যদি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর যদি অন্য সুরা পড়ে ফেলি সেক্ষেত্রে করণীয় কি?–Mohammad Tafsir Ahmed

জবাব: ফরয নামাজে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা মিলিয়ে ফেলে বা অন্য সূরা মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬)

والله اعلم بالصواب

��ন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 8 =