শুধু ০৬ ভরি সোনা আছে, তাহলে যাকাত দিতে হবে কি?

জিজ্ঞাসা–১০১৮: আমার হুযুর শুধু ৬ ভরি সোনা আছে। তাহলে কি আমাকে যাকাত দিতে হবে। কোনো জমা টাকা নাই।এখন কি আমাকে রূপার হিসেবে যাকাত দিতে হবে কিনা? জানালে খুব ভালো হতো।–ফারিয়া মারজান হানীী

জবাব: যদি কোনো ব্যক্তির নিকট শুধু স্বর্ণ থাকে এবং যাকাতযোগ্য অন্য কোন সম্পদ থাকে, তাহলে যদি স্বর্ণের নেসাব পূর্ণ না হয়, তথা সাড়ে সাত ভরি স্বর্ণ না থাকে, তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে না। যদি নেসাব পূর্ণ হয় তাহলে যাকাত আবশ্যক হবে।

হাদিস শরিফে এসেছে, আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

ليس عليكَ شيءٌ- يعني في الذَّهَبِ- حتى تكونَ لكَ عِشرونَ دينارًا

বিশ দীনারের কম পরিমাণ স্বর্ণে যাকাত ওয়াজিব নয়। (আবু দাউদ ১৫৭৩)

আর বিশ দীনারে আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি হয়।

والله أعلم بالصواب

��ন্তব্য

  1. শাইখ, আমি তো জানতাম যদি নেসাব পরিমাণ স্বর্ণ না থাকে তাহলে রূপার নেসাব পরিমান মূল্য ধরে যাকাত আদায় করবে। এটা কি সঠিক বা ভুল হলে সঠিক টা বিস্তারিত যদি বলতেন।

    • মিশ্র সম্পদের ক্ষেত্রে অর্থাৎ, কারো যদি জাকাতযোগ্য সম্পদ একাধিক থাকে তখন সে ক্ষেত্রে নেসাব হবে রূপার সমপরিমাণ মূল্য। পক্ষান্তরে শুধু সোনা থাকলে নেসাব হবে সোনার। জাযাকাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =