জিজ্ঞাসা–৪৯৫: ফরজ গোসলে কি নাক, কানের দুলের ছিদ্রর ভিতরেও পানি ঢুকাতে হবে? এত ছোট ছিদ্র দিয়ে পানি তো প্রবেশ করে না। তাহলে কী করা যাবে?– Ahona Ahmed
জবাব: ফরজ গোসলের সময় যে সব স্থানে পানি পোঁছানো কষ্টকর; সে সব স্থানের উপরিভাগে পানি গড়িয়ে দিলেই যথেষ্ট হয়ে যায়। পানি পোঁছানোর জন্য এমন কোন পদক্ষেপ নেয়া জরুরি নয় যে, যার কারণে কোন ক্ষতি হতে পারে। (ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৩২)
সুতরাং কষ্ট করে নাক, কানের দুলের ছিদ্রের ভিতরে পানি ঢুকাতে হবে না।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী