জিজ্ঞাসা–৯৬১: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অযু চলাকালীন সময়ে যদি পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কী করণীয়? যেমন: আমি কুলি করলাম, নাকে পানি দিলাম এরপর বায়ু বের হলো, আবার একেবারে অযুর শেষ পর্যায়ে পা ধৌত করার সময় বায়ু বের হলে। উত্তর মেইল করলে উপকৃত হব।–মোহাম্মদ মনজুরুল আলম।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
অযুরত অবস্থায় অযু ভঙ্গের কারণ ঘটলে প্রথম থেকে আবার অযু করতে হবে। (ফাতাওয়া মাহমুদিয়া ৫/৪০ ডাবেল)
سُئلت عمن أحدث أثناء وضوئہ ہل یکفیہ إتمامہ لذٰلک الوضوء أو یلزمہ الاستیناف؟ فالجواب أنہ یلزمہ الاستیناف کما أفتی شیخ الإسلام علی الاٰفندي (فتاویٰ الکاملیۃ ۱۰، بحوالہ حاشیۃ: فتاویٰ محمودیہ ۵؍۶۰ ڈابھیل)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
ফাতওয়া মাহমুদিয়া এই বইয়ের নাম আমি কখনো শুনিনাই। আপনার অধিকাংশ উত্তরে সিহাহ সিত্তাহ থেকে কোনো রেফারেন্স দেখি না। এর কারণ কি? আর এই বইয়ের রেফারেন্সের সত্যতা কতটুকু? আশা করি সঠিক উত্তরটি পাবো।
প্রিয় ভাই, আমাদের উত্তরগুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফাতাওয়া মাহমুদিয়া ওলামামহলের কাছে একটি অথেনটিক ফতোয়ার কিতাব। আর আমাদের অধিকাংশ উত্তরে উক্ত কিতাবের রেফারেন্সেই আছে–বিষয়টা এমন নয়। আরেকটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি আপনার কাছে পরিস্কার হবে। জাযাকাল্লাহু খাইরান।