জিজ্ঞাসা–১৩১৭: اَلسَّلَامُ عَلَيْكُمْ হুজুর আমার ২ টা প্রশ্ন ছিলো। ১. অজু ছাড়া মোবাইলে কুরআন শরীফ পড়া যাবে? ২. কুরআন শরীফ এর শুধু বাংলা অনুবাদ পড়া ঠিক হবে?–Md Hameem Farooq
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
১. উক্ত মাসআলাটির ব্যাপারে সমকালীন মুফতিদের মাঝে দ্বিমত আছে। কেউ বলেন, স্ক্রিনে থাকা অবস্থায় মোবাইল বিনা অযুতে ধরা যাবে। কেউ বলেন, যাবে না। তবে সতর্কতাপূর্ণ মত হল, যেহেতু কুরআন মজিদ সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে স্পর্শ করার জন্য ওযুর শর্তারোপ করা হয়েছে। সে হিসাবে মোবাইলের স্ক্রিনে কুরআন মজিদের আয়াত বা কোনো পৃষ্ঠা খুললে তার যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে এবং লিখিত অংশ বিনা অযুতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا يَمَسُّ القُرآنَ إلَّا طاهِرٌ
পবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না। (সহিহ আল জামি’ ৭৭৮০)
২. কুরআন মজিদের অর্থ জানা অবশ্যই ভালো। মুফতী মুহাম্মাদ শফী রহ. বলেন,
সাধারণ মানুষ যখন নিজের ভাষায় কুরআন মজিদের তরজমা ও তাফসীর পড়বে এবং চিন্তা-ভাবনা করবে তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার মহত্ম ও ভালবাসা এবং আখিরাতের ফিকির ও চিন্তা সৃষ্টি হবে। আর এটিই হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। তবে ভ্রান্তি ও বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের উচিত কোনো আলিমের কাছে অল্প অল্প করে পাঠ করা। এর সুযোগ না থাকলে কোনো নির্ভরযোগ্য তাফসীরের কিতাব পাঠ করবে এবং যেখানেই কোনো প্রশ্ন ও সংশয় দেখা দেয় নিজের বিদ্যা-বুদ্ধি দ্বারা উত্তর না খুঁজে বিজ্ঞ আলিমের সাহায্য নিবে। (মাআরিফুল কুরআন ২/৪৮৮)
শায়েখ উমায়ের কোব্বাদী