প্রশ্ন করুন

একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এতে পাবেন, ইসলাম সম্পর্কিত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর। উত্তর দিয়ে থাকেন শায়েখ উমায়ের কোব্বাদী।

প্রশ্ন করার আগে জেনে নিন যে,

  • প্রশ্ন অবশ্যই বাংলা ভাষায় বাংলা ফন্টে লিখতে হবে।
  • প্রশ্ন করার আগে আমাদের এই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে বাংলা শব্দ দিয়ে খুঁজে দেখুন। প্রশ্নটি না পেলে প্রশ্ন করুন।
  • এক সঙ্গে একাধিক প্রশ্ন করা হলে ওই প্রশ্নগুলোর উত্তর দেয়া হয় না। সুতরাং একাধিক প্রশ্ন করার প্রয়োজন পড়লে আলাদা আলাদাভাবে জমা দিন।
  • আমাদের লোকবলের তুলনায় প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকে তাই আপনার উত্তরের জন্য দয়া করে ধৈর্যের সাথে অপেক্ষা করুন।
  • আপনার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি জানা প্রয়োজন হলে সরাসরি কোনো দারুল ইফতায় কিংবা নির্ভরযোগ্য কোনো মুফতী সাহেবের সঙ্গে যোগাযোগ করুন।
  • এখানে শুধু ঐ সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হয়, যে সকল প্রশ্ন স্পষ্ট এবং যেগুলোর উত্তরের জন্য প্রশ্নকারী বা সংশ্লিষ্টদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে না।
  • যে সকল বিষয় জাতীয় ও ব্যাপক পর্যায়ের সেগুলোর জবাব এ সংক্ষিপ্ত আয়োজনে সাধারণত দেওয়া হয় না। এমন প্রশ্নের জবাব প্রয়োজন হলে সরাসরি কোনো দারুল ইফতায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

–জাযাকুমুল্লাহু খাইরান।