জিজ্ঞাসা–১১৮৫: বিভিন্ন অনলাইন গেমের টপআপ বিক্রি কি জায়েয?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: অনলাইন গেমের টপআপ বিক্রি করা জায়েয হবে না। কেননা, অনলাইন গেমসে সাধারণত বহু ইসলাম ও ঈমান পরিপন্থী বিষয় যুক্ত থাকে। তাই এজাতীয় গেম খেলা নাজায়েয। আর যেটা নাজায়েয তা বিক্রি করাও নাজায়েয।
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জান না। (সূরা নূর: ১৯)
আবু হুরাইরা রাযি. বলেন, রাসূল্লাহ ﷺ বলেছেন,
من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه
একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)
শায়েখ উমায়ের কোব্বাদী