অনুমতি ছাড়া স্বামীর সম্পদ খরচ করা যাবে কি?

জিজ্ঞাসা–১৬০৬: আসসালামু আলাইকুম। এক মহিলা তার স্বামীকে না জানিয়ে তাদের গরুর দুধ বিক্রি করে। হালাল উপার্জনের টাকা দিয়ে যদি সেই দুধ কেনা হয় তবে তা খাওয়া কি জায়েয হবে? উত্তর খুব দরকার।–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: وعليكم السلام ورحمة الله

স্বামীকে না জানিয়ে তার গরুর দুধ বিক্রি করা উক্ত মহিলার জন্য জায়েয হচ্ছে না। কেননা, হাদিস শরিফে এসেছে, আবু উমামা আল-বাহিলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের বছর আমি রাসূলুল্লাহ ﷺ-কে তাঁর ভাষণে বলতে শুনেছি যে,

لا تُنفِقُ امرأةٌ مِن بَيتِ زَوجِها إلَّا بإذنِ زَوجِها. قيل: يا رَسولَ اللهِ، ولا الطَّعامَ؟ قال: ذلك أفضَلُ أموالِنا

স্বামীর ঘর হতে তার পূর্বানুমতি ছাড়া কোন স্ত্রীলোক যেন কিছু খরচ না করে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! খাবারও কি নয়? তিনি বললেন, খাবার তো আমাদের উত্তম সম্পদ। (তিরমিযী ২১২০)

তবে স্বামীর সঙ্গে যদি সমঝোতা থাকে যে, কিছু খুচরা খরচের জন্য আমি টুকটাক জিনিস বিক্রি করি এবং সে ক্ষেত্রে স্বামী তাঁকে অনুমতি দিয়ে থাকেন, তাহলে তিনি বিক্রি করতে পারেন। অনুরূপভাবে স্বামী যদি স্ত্রী ও তার সন্তানদের ভরণপোষণ না দিয়ে থাকেন তাহলে এই হকটুকু স্বামীর অজান্তে তাঁর স্ত্রী যদি নেন, তাহলে এটাও তাঁর জন্য জায়েয রয়েছে। কেননা, হাদিস শরিফে এসেছে, আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

جاءت هندٌ إلى النَّبيِّ ، فقالت: يا رسولَ اللَّهِ إنَّ أبا سفيانَ رجلٌ شحيحٌ، لا يعطيني ما يَكفيني وولَدي، إلَّا ما أخذتُ من مالِهِ، وَهوَ لا يعلَمُ، فقال: خُذي ما يَكفيكِ وولدَكِ بالمعروفِ

হিন্দা এসে বলল, হে আল্লাহর রাসূল! আবূ সুফ্ইয়ান কৃপণ লোক। আমার ও সন্তানের জন্য যথেষ্ট হয় এমন কিছু যদি তার মাল থেকে গ্রহণ করি, তবে কি আমার গুনাহ হবে? তিনি বললেন, ন্যায়সঙ্গতভাবে নিতে পার। (বুখারী ৩৮২৫)

প্রিয় প্রশ্নকারী বোন, যেহেতু আপনার জানা নেই, উক্ত মহিলা কোন পরিস্থিতিতে উক্ত দুধ বিক্রি করছে, তাই আপনার জন্য তার থেকে দুধ না কেনাটাই নিরাপদ। কেননা, রাসূলুল্লাহ বলেছেন,

دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ

যা তোমাকে সন্দেহে ফেলে দেয় তা ছেড়ে দাও, আর যাতে কোন সন্দেহ নেই তা কর। (তিরমিযী ২৪৪২)

والله أعلم بالصواب