অপারেশনে রক্ত বের হলে রোজার হুকুম

জিজ্ঞাসা–১৮০৯: আমার স্বামীর কপালে ছোট একটি টিউমার হয়েছে। সেটার অপারেশন এর তারিখ নির্ধারিত হয়েছে ১৭ এপ্রিল সকাল ১১ টায় অর্থাৎ রোযা চলমান থাকা অবস্থায় অপারেশন হবে। আমি জানতে চাচ্ছি যে, অপারেশন এর ফলে যদি রক্তপাত হয় সেক্ষেত্রে রোযা কি ভেঙে যাবে বা সেক্ষেত্রে তার কি করণীয়? প্রসঙ্গত: অপারেশনটি অত্যাবশ্যকীয়।–israt jahan rinku

জবাব: রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন,

إِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ ، وَلَيْسَ مِمَّا خَرَجَ

রোজা প্রবেশ করা দ্বারা ভাঙ্গে; বের হওয়া দ্বারা নয়। (মুসান্নাফ ইবন আবী শায়বা ২/৩০৮)

والله أعلم بالصواب