জিজ্ঞাসা–৫০৬: আসসালামু আলাইকুম! আমার প্রশ্নটি হল.. আমি এমন অনেক বিধর্মী মানুষ দেখেছি যারা সারাজীবন তাদের ধর্মানুসারে নেক কাজ করেছে, অন্যের বিপদে এগিয়ে এসেছে… বাবা মায়ের অবাধ্য হয় নি! বলতে গেলে অতি সাধারণ জীবন কাটিয়েছে… খারাপ কাজ করে নি, অন্যের ক্ষতি করে নি, গীবত করে নি. তারা হয়ত বাবা মায়ের এতটাই বাধ্য থেকেছে যে ইসলাম সম্পর্কে জানতেই চায় নি.. তাদের এই যে আজীবনের ভাল কাজ.. সেক্রিফাইস এগুলা আল্লাহ কিভাবে নেবেন? নিশ্চয় তিনি ন্যায় বিচারক!–upama
জবাব:وعليكم السلام ورحمة الله
প্রিয় প্রশ্নকারী ভাই, ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও সৃষ্টিগতভাবে ও সামাজিকভাবে মানুষ যে সকল কাজকে ‘ভাল’ মনে করে এবং যে কাজগুলো ‘নেক’ বা ভাল হওয়ার জন্য নিয়ত জরুরি নয়; যেমন অন্যের প্রতি সহানুভূতি, সততা, ন্যায়পরায়ণতা, মা-বাবার সেবা, সৃষ্টির সেবা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইত্যাদি। এসব কাজের প্রতিদান একজন অমুসলিমও পাবে। প্রতিদান পাবে দুনিয়ার জীবনে সুখ-শান্তি লাভের মাধ্যমে অথবা পরকালে শাস্তি হালকা হওয়ার মাধ্যমে। তবে কোন অমুসলিম পরকালের চিরস্থায়ী নাজাত-কোরআনের ভাষায়; চূড়ান্ত সফলতা-কখনও পাবে না। কেননা, পরকালের নাজাতের জন্য ‘ঈমান’ পূর্বশর্ত। (ফয়যুল বারী ১/১৩৬, শরহে মুসলিম-নববী ৩/৮৭)
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ الْكَافِرَ إِذَا عَمِلَ حَسَنَةً أُطْعِمَ بِهَا طُعْمَةً مِنَ الدُّنْيَا وَأَمَّا الْمُؤْمِنُ فَإِنَّ اللَّهَ يَدَّخِرُ لَهُ حَسَنَاتِهِ فِي الآخِرَةِ وَيُعْقِبُهُ رِزْقًا فِي الدُّنْيَا عَلَى طَاعَتِهِ
আনাস ইবনু মালিকা রাযি. থেকে বর্ণিত। তিনি রসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেছেন যে, কাফির যদি দুনিয়াতে কোন নেক আমল করে তবে এর প্রতিদান স্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে। আর মুমিনদের নেকী আল্লাহ তা’আলা আখিরাতের জন্য জমা করে রেখে দেন এবং আনুগত্যের প্রতিফল স্বরূপ আল্লাহ তা’আলা তাদেরকে পৃথিবীতেও জীবিকা নির্বাহ করে থাকেন। (মুসলিম ৬৯৮৩)
অপর হাদিসে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : مَا أَحْسَنَ مِنْ مُحْسِنٍ ، كَافِرٍ أَوْ مُسْلِمٍ ، إِلا أَثَابَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ، قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ! وَمَا إِثَابَةُ اللَّهِ الْكَافِرَ ؟ قَالَ : إِنْ كَانَ وَصَلَ رَحِمًا ، أَوْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ، أَوْ عَمِلَ حَسَنَةً أَثَابَهُ اللَّهُ تَعَالَى ، وَإِثَابَتُهُ إِيَّاهُ الْمَالَ ، وَالْوَلَدَ ، وَالصِّحَّةَ ، وَأَشْبَاهَ ذَلِكَ ، قَالَ : قُلْنَا : وَمَا إثَابَتُهُ فِي الآخِرَةِ ؟ قَالَ : عَذَابٌ دُونَ الْعَذَابِ ، وَقَرَأَ : أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ
আব্দুল্লাহ ইবন মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে কোন মুসলিম কিংবা কাফির ভাল কাজ করলে আল্লাহ তার প্রতিদান দেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহﷺ ! আল্লাহ কাফেরকে কী জাতীয় প্রতিদান দেন? রাসূলুল্লাহ ﷺ উত্তর দেন, যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বা সদকা করে কিংবা অন্য কোন ভাল কাজ করে তাহলে আল্লাহ এর প্রতিদান তার সহায়-সম্পদে, সন্তান-সন্ততিতে, স্বাস্থ্য-সুস্থতায় এবং অনুরূপ বিষয়ে দান করেন। আমরা পুনরায় জিজ্ঞেস করলাম, পরকালে সে কী জাতীয় প্রতিদান পাবে? রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, বড় আযাব হতে ছোট আযাব। তারপর তিনি [সূরা ম’মিন ৪৬] তেলাওয়াত করলেন, أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ‘ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর’। (আল মুসতাদরাক আ’লা সহিহাইন ৩০০১, মুসনাদে বাযযার ৯৪৫)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ মুসলিম হওয়ার পর কুফরি যামানার ভাল কাজগুলোর সাওয়াব পাবে কিনা? ☞ নওমুসলিম কতদিন পর্যন্ত নিজেকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দিতে পারবে? ☞ বিধর্মীর ঘরে জন্ম নেয়া মানে কি আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত হওয়া? ☞ চিরকাল জান্নাতে এবং চিরকাল জাহান্নামে বলতে কী বুঝানো হয়েছে? ☞ বাবা-মা ভণ্ড পীরের মুরিদ; সন্তানের করণীয় কি? ☞ অমুসলিমের সাথে লেন-দেন করলে ইবাদতের কোনো ক্ষতি হয় কি? ☞ অমুসলিমের হাদিয়া গ্রহণ করা যাবে কিনা? ☞ অমুসলিমদের সেমিনারে অংশগ্রহণ করা যাবে কি? ☞ অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা? ☞ অমুসলিম দেশে বসবাসকারীরা গরু-মুরগি বিসমিল্লাহ বলে খেতে পারবে কিনা? ☞ অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা? ☞ হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা? ☞ হিন্দুকে সালাম দেয়া যাবে কি? ☞ হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা?