অমুসলিম দেশ থেকে আনা চকলেট খাওয়া যাবে কি?

জিজ্ঞাসা–১৬৮৪: আমেরিকা থেকে এসে এক ভাই আমাদের ছেলে-মেয়ের জন্য কিছু চকলেট হাদিয়া দিয়েছে। শুনেছি এসবে তারা শূকরের চর্বি দেয়। এগুলো কি খাওয়া যাবে?–ফারজনা আলম।

জবাব: মুসলিম দেশে প্রস্তুতকৃত খাবার গ্রহণ করা বৈধ। আর অমুসলিম দেশে প্রস্তুতকৃত খাবার গ্রহণ করার ক্ষেত্রে উত্তম হল সতর্কতা অবলম্বন করা। তবে কোনো জিনিসের মধ্যে হারাম মেশানোর বিষয়টি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তা গ্রহণ করা নিষেধ নয়। সে হিসেবে আপনি অমুসলিম দেশ থেকে আনা খাদ্য গ্রহণ করতে পারেন। (দারুল ইফতা : জামিয়া উলূম ইসলামিয়া আল্লামা বিন্নুরী টাউন ১৪৪১০৮২০১২৯৩)

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

الْحَلاَلُ مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ وَالْحَرَامُ مَا حَرَّمَ اللَّهُ فِي كِتَابِهِ وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ مِمَّا عَفَا عَنْهُ

আল্লাহ তা’আলা তার গ্রন্থে যা বৈধ করেছেন তা-ই বৈধ এবং আল্লাহ তা’আলা তার গ্রন্থে যা অবৈধ করেছেন তা-ই অবৈধ। আর তিনি যে সকল বিষয়ে নীরব থেকেছেন (বৈধ বা অবৈধ বিষয়ে কিছুই বলেননি) তা তার ক্ষমা ও উদারতার মধ্যে অন্তর্ভুক্ত। (জামি’ তিরমিযী ১৭২৬)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন