জিজ্ঞাসা–১৫১০: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়াবারাকাতুহু। আজানে আল্লাহু আকবার লম্বা করে টেনে পড়া যাবে?–মোঃশরিফ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আজানে আল্লাহু আকবারের আল্লাহু শব্দের লাম এর মধ্যে মাদ্দে তবাঈ অর্থাৎ এক আলিফ টান হবে। এখানে এক আলিফ থেকে বেশি টানা যাবে না। আল্লাহু আকবার এর লামের মধ্যে এক আলিফ মাদ্দকে অধিকাংশ মুয়াজ্জিন যে ৩/৪ আলিফ টানতে থাকেন তা নিঃসন্দেহে ভুল এবং সুন্নাতের খেলাফ। এরকম আজান মাকরূহ হবে। (রদ্দুল মুহতার ৯/৬০৪ শরহে বেকায়া ১/১৩৪)
সহীহ বুখারীর কিতাবুল আজানে আছে, উমর বিন আব্দুল আযীয রহ. তাঁর মুয়াজ্জিনকে বলতেন,
أَذِّنْ أَذَانًا سَمْحًا وَإِلا فَاعْتَزِلْنَا
স্বাভাবিক কণ্ঠে সাদাসিধাভাবে আজান দাও, নতুবা এ পদ ছেড়ে দাও। (সহীহ বুখারী ৬০৯)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী