জিজ্ঞাসা–৭৪৬: আসসালামুআলাইকুম।হযরত বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর অথবা ডিপিএস করলে সেইখান থেকে প্রাপ্ত লভ্যাংশ কি আমি ভোগ করতে পারবো?–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
যেহেতু ইসলামী ব্যাংকগুলো এব্যাপারে পরিপূর্ণ প্রতিশ্রুতি দেয় যে, তারা সুদের ভিত্তিতে নয়; বরং লাভ-ক্ষতির ভিত্তিতে ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে, সেহেতু ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর অথবা ডিপিএস বা অন্যান্য একাউন্ট খোলাটা কিছু আলেম নাজায়েয মনে করেন না।
কিন্তু যেহেতু বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো ইসলামের পূর্ণ রীতি মেনে ব্যাংকিং করে কিনা–এ নিয়ে ব্যাপক অভিযোগ আছে। তাই তাদের সঙ্গে কোনো ধরণের মুনাফা-চুক্তি না করাটাই হল তাকওয়ার পরিচায়ক। তবে প্রয়োজনের খাতিরে একাউন্ট খোলা নিষেধ নয়। আর যে লভ্যাংশ দিবে, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেওয়াটাই উত্তম হবে। কেননা الضرورات تبيح المظورات তীব্র প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। (শরহুল কাওয়ায়িদিল ফিক্বহ লিজ জারক্বা, কায়দা নং-২০)
শায়েখ উমায়ের কোব্বাদী
জাযাকাল্লাহ