জিজ্ঞাসা–১৪৫: আসসালামুয়ালাইকুম। হুজুর, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার আসল নিয়ম কি? (প্রস্রাব আর পায়খানা দুটোই) সহিহ হাদিস দ্বারা বুঝিয়ে দিলে উপকৃত হতাম।— Tahsin
জবাব: ওয়ালাইকুমুস্সালাম। মাশাআল্লাহ, এমন একটি সুন্দর ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। নিম্নে ইস্তিঞ্জার (পেশাব-পায়খানার) সুন্নাত-পদ্ধতি তুলে ধরা হল। আশা করি, উপকৃত হবেন।
ইস্তিঞ্জার সুন্নাতসমূহ
১. মাথা ঢেকে রাখা। (বাইহাকী, হাদীস নং ৪৫৬)
২. জুতা-সেন্ডেল পরিধান করে যাওয়া। (তাবাকাতে ইবনে সাআদ’, ১৮৫/ কানযুল উম্মাল,হাদীস নং ১৭৮৭২)
৩. টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নোংরা জায়গাগুলো জ্বিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রসাব-পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে-
اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জ্বিন ও দুষ্ট নারী-জ্বিনের অনিষ্ট থেকে। (বুখারী, হাদীস নং ১৪২ )
অথবা যেন এই দোয়া বলে-
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং ৫)
৪. দোয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো। (আবু দাউদ, হাদীস নং ৩২)
৫. কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। (বুখারী, হাদীস নং ১৪৪)
৬. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা, দাঁড়িয়ে পেশাব না করা। (নাসায়ী, হাদীস নং ২৯ তিরমিযী শরীফ, হাদীস নং ১৪)
৭. পেশাব ও নাপাক পানির ছিঁটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা। (বুখারী, হাদীস নং ২১৮)
৮. পানি খরচ করার পূর্বে ঢিলা-কুলুখ (বা টয়লেট পেপার) ব্যবহার করা। (বাইহাকী, হাদীস নং ৫১৭)
৯. ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা। (বুখারী ,হাদীস নং ১৫৪)
১০. পেশাবের ফোঁটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা। (ইবনু মাজাহ, হাদীস নং ৩২৬)
১১. যেখানে পেশাব ও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই, সেখানে এমনভাবে বসা যেন ছতর নজরে না পড়ে। (আবু দাউদ,হাদীস নং ২)
১২. পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের ছিঁটা শরীরে বা কাপড়ে না লাগে। (আবু দাউদ, হাদীস নং ৩)
১৩. ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা। (সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং ৮৩)
১৪. ডান পা দিয়ে বের হওয়া। (আবু দাউদ, হাদীস নং ৩২)
১৫. বাইরে এসে এই দু‘আ পড়া : الحمدُ للهِ الذي أَذْهَبَ عَنَّى الأَذَى وعَافَانِيغُفْرَانَكَ
অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদীস নং ৩০ : ইবনে মাজাহ, হাদীস নং ৩০১)
শায়েখ উমায়ের কোব্বাদী