ঈদগাহ ও ফোরকানিয়া মাদরাসার জন্য ওয়াকফকৃত জায়গায় মসজিদ বানানো যাবে কি?

জিজ্ঞাসা–৩৪৮: ঈদগাহ ও ফোরকানিয়া মাদরাসার জন্য ওয়াককৃত জায়গায় মসজিদ বানানো যাবে কি?– মুজ্জাম্মিল ফারুক

জবাব: ওয়াকফকারী যেহেতু জায়গাটি ঈদগাহ ও ফোরকানিয়া মাদরাসার ওয়াকফ করেছে তাই সেখানে মসজিদ বানানো জায়েয হবে না; বরং ওয়াকফের শর্তানুযায়ী এ স্থান ঈদগাহ ও মাদরাসার জন্য নির্ধারিত থাকবে। মসজিদ নির্মাণের প্রয়োজন হলে পৃথক জায়গার ব্যবস্থা করে সেখানে তা বানানো যাবে। (আলআশবাহ ওয়ান নাযায়ের ২/২২৮; আলমুগনী, ইবনে কুদামা ৮/২৩৬; আলবাহরুর রায়েক ৫/২৪৫; রদ্দুল মুহতার ৪/৪৩৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eighteen =