জিজ্ঞাসা–১৮১৭: ঈদের জামাত ছুটে গেলে করণীয় কী–আফজল হুসাইন।
জবাব:ঈদের নামাজের জামাত ছুটে গেলে অন্য কোনো ঈদগাহ বা ঈদ জামাতে শরিক হতে হবে। তারপরও যদি ছুটেই যায় তাহলে এর কোনো কাজা নেই এবং একা একাও ঈদের নামাজ পড়া যায় না। তবে চার রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করে নিতে পারবে এবং তাতে ঈদের নামাজের মতো অতিরিক্ত তাকবির বলবে না। (বিনায়া ৩/১৩৯ বাদায়ি’ ১/২৭৯)
فلو صلى مثل صلاة الضحى لينال الثواب كان حسنا لكن لا يجب لعدم دليل الوجوب، وقد روي عن ابن مسعود أنه قال من فاتته صلاة العيد صلى أربعا انتهى من كتاب ” بدائع الصنائع في ترتيب الشرائع ” الجزء الأول صفحة 279.
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী