উদ্দেশ্য পূরণ না হলে মান্নতের হুকুম কী?

জিজ্ঞাসা–১৭৪৭: ইসলামে মানত করা কি জায়েয আছে? যেমন- হে আল্লাহ্, এই চাকরিটা পেলে আমি এতো রাকাত নামাজ পড়ব বা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে এই কয়দিন রোজা রাখব ইত্যাদি। আর উক্ত কাজে কোনোভাবে সফল না হলে কী করতে হবে? তারপরও কি ওয়াদা পূরণ করতে হবে? জাযাকাল্লাহু খাইরান।–লামিয়া তাসনীম।

জবাব: কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মান্নত করা জায়েয আছে। তাই চাকরি পাওয়ার আশায় মান্নত করা যাবে এবং চাকরি পেলে কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তা পূর্ণ করতে হবে। উদ্দেশ্য পূরণ না হলে মানত আদায় করতে হবে না। (ইমদাদুল আহকাম: ৩/২৯, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৭/৩৮২)
হাদীসে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ

কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের মান্নত করে তাহলে সে যেন তা করে। (সহীহ বুখারী ৬৬৯৬)

উল্লেখ্য যে, শরিয়ত মানতকে বৈধ বললেও নিরুৎসাহ করেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

نَهَى النَّبِيُّ ﷺ عَنِ النَّذْرِ، وَقَالَ: إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ

রাসূলুল্লাহ ﷺ মান্নত করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যে, মান্নত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মান্নত দ্বারা কেবল কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়। (সহীহ বুখারী ৬৬০৮)

والله اعلم بالصواب