একই বালতির পানিতে নাপাকি লাগা কাপড় ও অন্যান্য কাপড় ধোয়া যাবে কি?

জিজ্ঞাসা–৪০১: একই বালতির পানিতে নাপাকি লাগা কাপড় ও অন্যান্য কাপড় ধোয়া যাবে কিনা? মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।– মোঃ আশিকুর রহমান।

জবাব: একই বালতির পানিতে নাপাকি লাগা কাপড় ও অন্যান্য কাপড় ধোয়া যাবে তবে বালতি বা এ ধরনের ছোট পাত্রে ধোয়া হলে তিনবার ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর উত্তমরূপে নিংড়িয়ে নিতে হবে। (রদ্দুল মুহতার ১/৩৩৩; আলবাহরুর রায়েক ১/২৩৭; শরহুল মুনইয়া ১৮৩)

আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − ten =