জিজ্ঞাসা–১৫৫৯: এনিজও অফিসে যেমন ( জাগরনী চক্র ফাউন্ডেশন, আশা, ব্রাক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি) চাকরি করা জায়েজ কি? আর ওই বেতনের টাকা দিয়ে কুরবানি দেয়া যাবে কি?–এস,এম,মজনুন হক।
এক. প্রিয় প্রশ্নকারী ভাই, যে সকল প্রতিষ্ঠানে চাকরি করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল প্রতিষ্ঠানে চাকরি করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে চাকরি করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)
এ হিসেবে আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন, উক্ত প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার ব্যাপারে কী হুকুম হবে। এরপরেও যদি বুঝে না আসে তাহলে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার চাকরি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে মাসআলা জেনে নিবেন। আল্লাহ তাআলা বলেন,
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
যদি তোমরা না জানো, তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। (সূরা আননাহল ৪৩)
দুই. কোনো বিজ্ঞ আলেম থেকে মাসআলা জেনে নেয়ার পর যদি সাব্যস্ত হয় যে, আপনার বেতন হালাল তাহলে বলা বাহুল্য যে, ওই টাকা দিয়ে কুরবানি দেয়া জায়েয হবে। কিন্তু যদি সব্যস্ত হয় বেতন হারাম তাহলে বলার অপেক্ষা রাখে না যে, হারাম টাকা দ্বারা কুরবানি দেয়া জায়েয নেই। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إنَّ اللَّهَ طيِّبٌ لا يقبلُ إلَّا طيِّبًا
নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(তিরমিযি ২৯৮৯)