এমন মসজিদে নামাজ পড়া যেখানে বিদআত আছে

জিজ্ঞাসা–১১২৯: আমি বিদআতি ইমামের পিছনে নামাজ পড়ি। কারণ, সহিহ ইমামের মসজিদ দূরে তাহলে আমার নামাজ কী হবে?–Md s ahmed 

জবাব: যদি আপনি এমন কোন মসজিদে যেতে পারেন যেখানে বিদআত নেই, যে মসজিদের ইমাম বিদআতের দিকে আহ্বান করে না সেটা ভাল। যদি না যেতে পারেন অথবা কাছাকাছি অন্য কোন মসজিদ না থাকে তাহলে উল্লেখিত কারণে জামাত ত্যাগ করা জায়েয হবে না; বরং ওই মসজিদেই নামাজ আদায় করবেন। (আল-ফাতাওয়া আল-কুবরা ২/৩০৭-৩০৮)

কেননা, রাসূলুল্লাহ বলেছেন,

الصَّلاةُ الْمَكْتُوبَةُ وَاجِبَةٌ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ

যে কোন মুসলিম ইমামের পেছনে (জামাআতে) ফরয নামাযসমূহ আদায় করা বাধ্যতামূলক, চাই সে (ইমাম) সৎ হোক অথবা অসৎ; এমনকি সে কবীরা গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকলেও। (আবু দাউদ ৫৯৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + three =