জিজ্ঞাসা–১৭৪২: কবরের চারিপাশে কি ফুলগাছ লাগানো যাবে?–রাসেল হাম্মাদ।
জবাব: কবরের চতুর্দিকে ফুল গাছ লাগানো মৌলিকভাবে নিষেধ নয়। তবে যদি এর দ্বারা উদ্দেশ্য হয় মৃতব্যক্তির প্রতি আলাদা সম্মান প্রদর্শন; তাহলে তখন শিরকের সাদৃশ্য হওয়ার কারণে নিষেধ।
উল্লেখ্য, কবরে ফুল দেওয়া বেদআত। যেমন, ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়াসমগ্র)-তে এসেছে,
وضع الزهور على قبور الشهداء أو قبور غيرهم- من البدع التي أحدثها بعض المسلمين في الدول التي اشتدت صلتها بالدول الكافرة، استحسانا لما لدى الكفار من صنيعهم مع موتاهم، وهذا ممنوع شرعا لما فيه من التشبه بالكفار،
শহিদদের কবরে কিংবা অন্যদের কবরে ফুল দেয়া এমন এক বেদআত যা আবিস্কার করেছে এমন কিছু মুসলিম রাষ্ট্র যেগুলোর বন্ধন অমুসলিম রাষ্ট্রেগুলোর সঙ্গে দৃঢ়। কাফেররা তাদের মৃতদের সঙ্গে যা করে এরাও তাদের অনুকরণে তা করে। এটি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। কেননা, এতে কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ বিদ্যমান। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা, ফতওয়া নং ৪০২৩)
শায়েখ উমায়ের কোব্বাদী