কাদিয়ানি-পুত্র মুসলিম-বাবার মীরাস বা উত্তরাধিকার পাবে কিনা?

জিজ্ঞাসা–৮১৮: এক ব্যক্তির ছেলে কাদিয়ানি হয়ে গিয়েছে। এখন ঐ ব্যক্তি কিছুদিন আগে মারা গেছে। এখন ঐ ব্যক্তির উক্ত ছেলে তার বাবার সম্পত্তি পাবে কিনা? উল্লেখ্য, তার বাবা একজন পরহেজগার মুসলিম ছিল এবং জীবিত থাকাবস্থায় উক্ত ছেলের উপর খুব নারাজ ছিল।–নাসরুল্লাহ। 

জবাব: কাদিয়ানিরা কাফের–এ বিষয়ে মুসলিম উম্মাহর সকল আলেম ঐকমত্য পোষণ করেছেন। সুতরাং সন্দেহ নেই, উক্ত ব্যক্তি মুরতাদ বা কাফের। আর কোনো মুসলিমের ওয়ারিশ কাফের হতে পারে না। সুতরাং উক্ত ব্যক্তি তার মুসলিম বাবার মীরাস বা পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার পাবে না। (ফাতাওয়া দারুল উলুম ১২/৩৭২)

হাদিস শরিফে এসেছে, উসামা ইবন যায়েদ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ

মুসলিম কাফেরের ওয়ারিশ হবেনা আর কাফেরও মুসলিমের ওয়ারিশ হবেনা। (বুখারী ৬৭৬৪ মুসলিম ১৬১৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 1 =