কারো সুস্থতা কামনায় ‘গেট ওয়েল সুন’ বললে কি গুনাহ হবে?

জিজ্ঞাসা–১১৪২: কারো সুস্থতা কামনায় “গেট ওয়েল সুন” বললে কি গুনাহ হবে?– রাফাত।

জবাব: get well soon-এর অর্থ, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। অর্থ বিবেচনায় এটি খারাপ নয়; ভালো। সুতরাং যদি অমুসলিম-সংস্কৃতি চর্চা এবং নিজেকে স্মার্ট হিসেবে জাহির করা উদ্দেশ্য না হয়, তাহলে কারো সুস্থতা কামনায় এটা বলা যাবে। তবে সুন্নাহ হল–

ইবন আব্বাস রাযি. সূত্রে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এমন কোন রোগীকে দেখতে যায়, যার মৃত্যুর সময় উপস্থিত হয় নি, সে যেন তার নিকট বসে এ দোয়াটি সাতবার পাঠ করে–

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

অর্থাৎ আমি মহান আল্লাহ্‌র নিকটে দু’আ করছি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি তোমাকে রোগমুক্ত করেন।

এ দোয়ার ফলে অবশ্যই আল্লাহ্‌ তাকে রোগমুক্ত করবেন। (আবু দাউদ ৩০৯২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + six =