কুরবানী না করে ঋণগ্রস্থ ভাইকে সহযোগিতা করা যাবে কি?

জিজ্ঞাসা–৪১৮: আসসালামু আলাইকুম। হুজুর, কারো উপর যদি কুরবান ফরয হয় সে কুরবান না করে ঐ টাকা দিয়ে তার ঋণগ্রস্থ আপন ভাইকে দিয়ে দিতে চাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য। শরীয়তের হুকুম কি জানালে উপকৃত হতাম।–কায়সার হামিদ।

জবাব:  وعليكم السلام ورحمة الله

কুরবানী না করে এর টাকা ভাইকে দান করে দিলে তার উপর থেকে কুরবানী বিধান রহিত হবেনা; বরং তাকে কুরবানী করতেই হবে। (ফাতওয়া আলমগিরী ৫/২৯৩) কেননা, কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবনের জন্য এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,من وجد سعة ولم يضح، فلا يقربن مصلانا যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (মুস্তাদরাকে হাকেম ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫)

উল্লেখ্য, ঋণগ্রস্থ ভাইয়ের সহায়তা করাটাও গুরুত্বপূর্ণ। সুতরাং সামর্থ্য অনুপাতে এর সাথেও সম্পৃক্ত থাকা উচিত।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =