জিজ্ঞাসা–১৪৮৪: ভুলক্রমে যদি কোরআন শরীফ পায়ে লাগে তাহলে কী করণীয়? একটু জানাবেন। Md Alif
জবাব: নিঃসন্দেহে আল্লাহর কিতাবের প্রতি সম্মান প্রদর্শন ওয়াজিব। ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মজিদের অবমাননা করে তাহলে তার ঈমান থাকে না। ইবনে তাইমিয়া রহ বলেন,
وقد اتفق المسلمون على أن من استخف بالمصحف، مثل أن يلقيه في الحش أو يركضه برجله إهانة له: أنه كافر
মুসলমানগণ এব্যাপারে একমত যে, যে ব্যক্তি কুরআনকে অবজ্ঞা করে যেমন, তাকে ডাস্টবিনে ফেলে দেয় অথবা অসম্মান করে লাথি মারে; সে ব্যক্তি কাফের। (মাজমুয়ু’ল ফাতাওয়া ৮/৪২৫)
কিন্তু যদি ভুলবশতঃ, অসতর্কতাবশতঃ পা লেগে যায় তাহলে এক্ষেত্রে গুনাহ হবে না এবং কোনো কাফফারা দিতে হবে না। বরং শুধু তাওবা ও ইস্তেগফার করে নিলেই হবে। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُم بِهِ وَلَكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
আর তোমরা কোন ভুল করলে তাতে তোমাদের কোন অপরাধ নেই। কিন্তু তোমাদের অন্তরে দৃঢ় সংকল্প থাকলে অপরাধ হবে। বস্তুতঃ আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। (আহযাব ০৫)
অন্যত্র আল্লাহ তাআলা বান্দার যবানে বলেন,
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
‘হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।’ (সূরা বাকারা ২৮৬)
আবু হুরায়ারা রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এর জবাবে বলেন, نعم ‘হ্যাঁ’। (মুসলিম ১২৫)
ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এর জবাবে বলেন, قد فعلت ‘আমি কবুল করেছি’। (মুসলিম ১২৬)
আর শরিয়ত আমাদেরকে এই শিক্ষা দেয় যে, ভুল হয়ে গেলে ইস্তেগফার করবে। সেই সাথে সতর্ক থাকতে হবে যেন এমনটি পুণরায় আর না ঘটে।
শায়েখ উমায়ের কোব্বাদী