খারাপ চিন্তা-ভাবনা আসলে কি রোজা ভেঙে যাবে?

জিজ্ঞাসা–১৪৬৬: রোজা রাখা অবস্থায় মনে খারাপ চিন্তা ভাবনা আসলে কি রোজা ভেঙে যাবে? Mainul Islam

জবাব: খারাপ চিন্তা-ভাবনা আসলে রোজা ভাঙ্গে না। তবে সর্বাবস্থায় খারাপ চিন্তা-ভাবনা থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখা আবশ্যক। কেননা, আল্লাহ তাআলা বলেন,

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

কান, চোখ আর অন্তর- এগুলোর সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। (সূরা ইসরা ৩৬)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

والقلْبُ يهوَى ويتَمَنَّى ، يصدِّقُ ذلِكَ الفرجُ ويكذِّبُهُ

অন্তরের ব্যভিচার হল কামনা-বাসনা আর গুপ্তাঙ্গঁ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে। (সহীহ মুসলিম ২৬৫৭, মুসনাদে আহমাদ ৮৯৩২)

আবদুল্লাহ ইবনে আমের রহ. বলেন, হে আবু মাসউদ! “তারা আন্দাজ-অনুমান করেছে” এরূপ কথা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ ﷺ -কে কী বলতে শুনেছেন? তিনি বলেন, আমি তাঁকে বলতে শুনেছি,

بئْسَ مَطِيَّةُ الرجُلِ

তা লোকের অত্যন্ত মন্দ বাহন। (আল-আদাবুল মুফরাদ ৭৬৮)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =