জিজ্ঞাসা–৮৯০: আমি মাঝে মধ্যে সমাজের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্প লিখি। কিন্তু তাতে আসল ব্যাক্তি বা স্থান এর নাম পরিবর্তন করি। অনেক সময় বিষয়বস্তু কিছিটা কাল্পনিক ভাবে নিয়ে থাকি। তবে অনেক সময় তা কোথাও না কোথাও ঘটে। এখন এই গল্পের জন্য কি গোনাহ হবে? আমার উদ্দেশ্য সমাজ থেকে এগুলো বিনাশ করা। যেমন- নেশা, মানুষ ঠকানো, মারামারি ইত্যাদি।–মোঃ আল আমিন শিকদার।
জবাব: গল্পে যদি এমন কিছু থাকে যা বাস্তব ও ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক তবে তা পড়া লেখা জায়েয হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
মানুষের মধ্যে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে (মানুষদের নিতান্ত) অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, সে একে হাসি, বিদ্রুপ, তামাশা হিসেবেই গ্রহণ করে; তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। (সূরা লোকমান ০৬)
মাওলানা উমায়ের কোব্বাদী