গাছপালা তরুলতা ফুল-ফল থেকে উৎপাদিত ওষুধ সেবন করা কি হালাল?

জিজ্ঞাসা–১৭০৯: মুর্শিদাবাদ থেকে আমার প্রশ্ন হলো যে, গাছের পাতা ও জড় শিকড় ফুল দিয়ে কোনো রোগের ওষুধ হিসাবে সেবন করা যাবে কি?–ইকরামুল হক রুহুল।

জবাব: উদ্ভিদ যেমন, গাছপালা তরুলতা ফুল-ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ। এক্ষেত্রে কথা হল, উদ্ভিদ যদি নেশা সৃষ্টিকারী না হয় তাহলে তা থেকে উৎপাদিত সকল ওষুধও বৈধ। (ফাতহুল কাদীর-৮/১৬০)

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لِكُلِّ دَاءٍ دَوَاءٌ ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ

প্রতিটি রোগের ঔষধ রয়েছে। সূতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়। (মুসলিম ২২০৪)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন