জিজ্ঞাসা–১৬৭৫: আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, গুই সাপ খাওয়া হালাল নাকি হারাম?–আরিফুল ইসলাম।
জবাব: وعليكم السلام ورحمة الله
গুই সাপকে আরবীতে ‘ওয়ারাল’ বলা হয়। যেমন, আরবী অভিধানে ‘ওয়ারাল’ এর পরিচয় দেয়া হয়েছে এভাবে-
الورل حيوان من الزحفات طويل الأنف والذنب دقيق الخصر، لا عقد في ذنبه كذنب الضب، و هو أطول من الضب أقصر من التمساح، يكون في البر و الماء، يأكل العقارب و الحيات و الحرابي و الخنافس، و العرب تستخبثه و تستقذره فلا تأكله
ওয়ারাল হল সরীসৃপজাতীয় একটি প্রাণী, যার নাক ও লেজ সুদীর্ঘ। কোমর সরু ও চিকন। দবের লেজের মত তার লেজে কোনো গিট নেই। তার দেহের দৈর্ঘ্য দবের চেয়ে বড়, কুমিরের চেয়ে ছোট। এরা জল ও স্থল উভয়স্থানে চলাচল করে (উভচর প্রাণী)। এরা বিচ্ছু, বিষাক্ত কীট-পতঙ্গ, সাপ, গিরগিটি, গোবরপোকা ইত্যাদি আহার করে থাকে। আরবরা ওয়ারালকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে এবং তা খায় না। (আল মুজামুল ওয়াসীত পৃ.১০২৭)
এ থেকে বোঝা গেল, গুই সাপ ইতর, হিংস্র ও বিষাক্ত প্রাণী। আর এ জাতীয় প্রাণীর গোশত হারাম। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلُّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، فَأَكْلُهُ حَرَامٌ
লম্বা দন্ত বিশিষ্ট সকল হিংস্র পশুর গোশত খাওয়া হারাম। (সহীহ মুসলিম ১৯৩৩)
উল্লেখ্য, অনেকে হাদীসে বর্ণিত ‘‘ضب’’ শব্দের অর্থ করে থাকেন গুই সাপ। আর তা খাওয়া মাকরূহে তাহরিমি। মূলত ‘‘ضب’’ (দব) আরবের মরুভূমির একটি প্রাণী। যা আমাদের দেশে পাওয়া যাওয়ার কথা নয়। যেমন, প্রসিদ্ধ আরবী অভিধান ‘আল মুজামুল ওয়াসীত’-এ ‘দব’ এর পরিচয় দেয়া হয়েছে এভাবে-
الضب حيوان من جنس الزواحف من رتبة العظاء، غليظ الجسم خشنة، و له ذنب عريض حرش أعقد، يكثر في صحراء الأقطار العربية.
‘দব’ হলো সরীসৃপজাতীয় বুকে ভর দিয়ে চলা একটি প্রাণী। যার শরীরের চামড়া পুরু ও অমসৃণ। তার লেজ চওড়া যা রুক্ষ, খসখসে ও অতি গিটবিশিষ্ট। আরব মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। (আল মুজামুল ওয়াসীত পৃ.৫৩২)