ঘাড় মাসেহ করা সুন্নাত না বিদআ’ত?

জিজ্ঞাসা–১০১৯: আসসালামুওয়ালাইকুম। অজু করার সময় ঘাড় মাসেহ নিয়ে সন্দেহ করছেে অনেকে। অনেকে বিদয়াত বলছে। এই ব্যাপারে জানতে চাচ্ছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।–ফারুক

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী ভাই, ঘাড় মাসেহ করা মুসতাহাব। যারা বিদআ’ত বলেন, তাদের কথা ঠিক নয়। না জানার কারণে তারা এমনটি বলে থাকেন। অথচ হাদীসে এ সংক্রান্ত বিধান এসেছে। যেমন–

হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ   বলেছেন,

مَنْ تَوَضَّأَ وَمَسَحَ بِيَدَيْهِ عَلَى عُنُقِهِ وُقِيَ الْغُلَّ يَوْمَ الْقِيَامَة

যে ব্যক্তি অজু করে এবং উভয় হাত দিয়ে ঘাড় মাসেহ করে, তাহলে তাকে কিয়ামতের দিন [আযাবের] বেড়ি থেকে বাঁচানো হবে।

ইমাম আবুল হাসান ফারেছ রহ. বলেছেন,

وَقَالَ هَذَا إنْ شَاءَ اللَّهُ حَدِيثٌ صَحِيحٌ

ইনশাআল্লাহ হাদীসটি সহীহ। (তালখীসুল হাবীর-১/৯৩, দারুল কুতুব প্রকাশনী-১/২৮৮,মুআসসা কুরতুবিয়্যাহ প্রকাশনী-১/১৬৩)

স্বয়ং ইবনে উমর রাযি.ও অনুরূপ আমল করতেন।

عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذَا مَسَحَ رَأْسَهُ مَسَحَ قَفَاهُ مَعَ رَأْسِهِ

ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি যখনি মাথা মাসেহ করতেন, তখন মাথার সাথে ঘাড়ও মাসাহ করতেন। (সুনানুল কুবরা লিলবায়হাকী ২৭৯)

অনুরূপভাবে অপর তালহা তিনি তার পিতা, তিনি তার দাদার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন,

رَأَيْتُ النَّبِيَّ   تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ هَكَذَا، وَأَمَرَّ حَفْصٌ بِيَدَيْهِ عَلَى رَأْسِهِ حَتَّى مَسَحَ قَفَاهُ

আমি নবীজী -কে দেখেছি, তিনি অজু করছেন। তখন তিনি এভাবে মাথা মাসেহ করেছেন। উভয় হাতকে জমা করে পাস কাটিয়ে তা দিয়ে ঘাড় মাসেহ করতেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১৫০)

সুতরাং ঘাড় মাসেহ করাকে বিদআ’ত বা ভিত্তিহীন বলার কোন সুযোগ নেই। তবে যেহেতু এটি একটি মুসতাহাব আমল, তাই এ নিয়ে বাড়াবাড়ি না করাটাই কাম্য।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =