জিজ্ঞাসা–১০৭: আমি ঘুমের ভেতরে কথা বলি। এটা আমার রোগ। একদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সেদিন রাতে ঘুমের ভেতরে নাকি ‘তুই তালাক’ তিন-চার বার বলেছি। আমার কিছু মনে নেই। এতে আমার স্ত্রী তালাক হবে কি না?–নাম প্রকাশে অনিচ্ছুক
জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীর উপর তালাক পতিত হয় নি। কেননা ঘুমন্তব্যক্তির তালাক পতিত হয় না। হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ.
‘তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে; ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত, নাবালেগ বালেগ হওয়ার আগ পর্যন্ত ও পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত।’ (সুনান আবু দাউদ, হাদীস ৩০১৬)
পরিশেষে আপনাদের উভয়ের উদ্দেশে দু’টি হাদিস পেশ করছি। প্রথমটি আপনার জন্য–
عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «أكْمَلُ المُؤمِنِينَ إيمَاناً أحْسَنُهُمْ خُلُقاً، وخِيَارُكُمْ خِيَارُكُم لِنِسَائِهِمْ
আবূ হুরাইরাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সবার চেয়ে পূর্ণ মু’মিন ঐ ব্যক্তি যে চরিত্রে সবার চেয়ে সুন্দর, আর তাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে নিজের স্ত্রীর জন্য সর্বোত্তম।(তিরমিযী ১১৬২)
দ্বিতীয়টি আপনার স্ত্রীর জন্য-
عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: «أَيُّمَا اِمْرأَةٍ مَاتَتْ وَزُوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الجَنَّةَ
উম্মু সালামাহ্ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট ও খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রীলোক মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে।(হাদীসটি ইমাম তিরমিযি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা হাসান হাদীস।)
আল্লাহ আপনাদেরকে সুখময় জীবন দান করুন। আমীন।
শায়েখ উমায়ের কোব্বাদী