জারজ সন্তান তার বাবা থেকে মিরাস পাবে কি?

জিজ্ঞাসা–১৬৬৯: এক মহিলা বিয়ের আগেই তার একটা সন্তান হয়েছিল। পরবর্তীতে সে এই খারাপ যার সঙ্গে করেছিল, জানাজানি হওয়ার পর লোকজন তার সঙ্গে জোরপূর্বক বিয়ে করিয়ে দেয়। তারপর ওই ঘরে আরো দুই মেয়ে ও এক ছেলে জন্মগ্রহণ করে। কিছু দিন আগে লোকটি মারা যায়। জানার বিষয় হল, অবৈধ সন্তানটি তার বাবার সম্পত্তির মালিক হবে কিনা?–আবু নাসের।

জবাব: জারজ সন্তান বাবা থেকে মিরাস পায় না। হাদীস শরীফে আছে, রাসুলুল্লাহ ﷺ বলেন,

أَيّمَا رَجُلٍ عَاهَرَ بِحُرّةٍ أَوْ أَمَةٍ فَالوَلَدُ وَلَدُ زِنَا لَا يَرِثُ وَلَا يُورَثُ

যে ব্যক্তি কোনো স্বাধীন নারী অথবা বাদীর সাথে ব্যভিচারে লিপ্ত হল (এবং এতে কোনো সন্তান জন্ম নিল) তাহলে সেটা জারজ সন্তান। সে ব্যভিচারী থেকে মিরাস পাবে না এবং ব্যভিচারীও তার থেকে মিরাস পাবে না। (জামে তিরমিযী ২১১৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন