ঝাল বা টক খাওয়া কী সুন্নত?

শায়েখ উমায়ের কোব্বাদী

জিজ্ঞাসা–১২২২: মহানবী ﷺ কি কখনো ঝাল আর টক খেয়েছেন? অথবা ঝাল বা টক খাওয়া কী সুন্নত?–ফাহাদ বিন রাশেদ।

জবাব: ঝাল বা টক খাওয়া নিষেধ নয়, তবে সুন্নাত নয়। আর মিষ্টিদ্রব্য খাওয়া সুন্নাত। তবে তা ইবাদতের সুন্নাত বা অবশ্যই পালনীয় নয়। যেহেতু রাসূল ﷺ মিষ্টি খাওয়া পছন্দ করতেন, সেহেতু এটি অভ্যাসগত সুন্নত। এটিকে সুন্নতে আদিয়া বলা হয়, অর্থাৎ এটি স্বভাবজাত সুন্নত। আয়েশা রাযি. বলেন,

كانَ رَسولُ اللَّهِ ﷺ يُحِبُّ الحَلْوَاءَ والعَسَلَ

রাসূলুল্লাহ ﷺ মিষ্টি দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন। (বুখারী ৫৪৩১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =